জাতীয় সংবাদ
জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের শুনানি হতে পারে মঙ্গলবার
প্রবাহ রিপোর্ট : পুনরুজ্জীবনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় উঠেছে। গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে মামলাটি। জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির জানান, চূড়ান্ত শুনানির জন্য আপিলটি কার্যতালিকায় উঠেছে। তবে গত বুধবার এ শুনানি হয়নি। আশা করি আগামী মঙ্গলবার শুনানি হতে পারে। এর আগে গত বছরের ১৯ নভেম্বর আপিল মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়।