জাতীয় সংবাদ

পাবনায় সাবেক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রবাহ রিপোর্ট : ছয়দিনের মাথায় আবারও হত্যাকা- ঘটেছে পাবনায়। এবার জেলার সাঁথিয়ায় আত্মসমর্পণ করা সাবেক এক চরমপন্থি সদস্য বাকুল মিয়াকে (৪৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সোমাবর সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাকুল মিয়া উপজেলার রাউতি গ্রামের মো. রওশন আলীর ছেলে। সংসারে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় বাকুলের ভাতিজা আলেপ হোসেনকেও (২৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলেপ একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ নিয়ে গত ১৬ নভেম্বর থেকে নয়দিনে পাবনা জেলায় চারটি হত্যার ঘটনা ঘটলো। নিহত বাকুলের ছেলে রাসেল মিয়া বলেন, চরমপন্থি জীবন থেকে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন আমার আব্বা। এরপর গ্রামে থেকে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাতেন। গত রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় একই গ্রামের জালাল মাস্টার এসে তাকে জানায় তার ধান নিয়ে বাড়িতে পৌঁছে দিতে। তখন আমার চাচাতো ভাই আলেপকে নিয়ে আমার আব্বা ঘোড়ার গাড়িতে ধান নিয়ে জলিল মাস্টারের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ওপর পৌঁছালে একদল দুর্বৃত্ত আব্বাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় সঙ্গে আমার চাচাতো ভাই আলেপ বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের লাশ উদ্ধার করে। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত বাকুল আগে চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল বিকেলে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজির কাছে পাবনাসহ ১৪ জেলার ৫৯৫ জন চরমপন্থি নেতা ও সদস্য আত্মসমর্পণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button