আইনজীবী নিহতের ঘটনায় ঢাকার নি¤œ আদালতে বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় মহানগর ও জজ কোর্টের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। গতকাল বুধবার বেলা পৌনে ১টার দিকে কয়েকশ’ আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে। পরে ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে আইনজীবীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি: চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত না হওয়ায় আদালতের কার্যক্রম চলেনি বলে জানান চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, মঙ্গলবার আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বুধবার সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি।