জাতীয় সংবাদ

ভারতীয় পররাষ্ট্র দফতরের ‘পক্ষপাতদুষ্ট ভূমিকা’ পরিবর্তনের আহ্বান এবি পার্টির

প্রবাহ রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারকে কোমল বা কঠোরতা নয়, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-সহ দেশের নানাস্থানে তুচ্ছ কারণে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের গৃহীত ভূমিকার প্রতিবাদ জানিয়েছে দলটি।বৃহস্পতিবার ২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, ভারত সরকার চিম্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুরের জন্য বিবৃতি দিলেও নৃশংসভাবে আইনজীবী হত্যাকা-ের ব্যাপারে তারা কোনও উদ্বেগ বা নিন্দা জানায়নি।বিষয়টি খুবই দৃষ্টিকটূ উল্লেখ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দফতরের পক্ষপাতদুষ্ট ভূমিকা পরিবর্তনের উদাত্ত আহ্বান জানান তারা।এবি পার্টির নেতারা বলেন, চট্টগ্রামের ঘটনায় শত উসকানি সত্ত্বেও ছাত্র-জনতা, আলেম-ওলামা, সব ধর্মের ধর্মপ্রাণ মানুষ ও রাজনৈতিক দলগুলো যে সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে— তা আমাদের জাতীয় সংহতির আরও একটি মাইলফলক হয়ে থাকবে।নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার পরিবারবর্গের পুণর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করার অনুরোধ জানান এবি পার্টির দ্ইু শীর্ষনেতা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button