জাতীয় সংবাদ

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ বগুড়া সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর ঘর থেকে মাহাদী (০৫) নামে একটি শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাহমিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারমাথা ধমকপাড়ায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। আটক তাহমিনা খাতুন বগুড়া শিবগঞ্জ উপজেলার জানগ্রাম এলাকার আনিস ম-লের স্ত্রী। তারা ধমকপাড়ায় মাহাদীদের পাশের এক বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে নিখোঁজ ছিল মাহাদী। গতকাল শুক্রবার সকালে প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া তাহমিনাকে একটি বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয় রতনের৷ রতন বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয় লোকজন মিলে ওই নারীর বাসায় গিয়ে বস্তাটি খুললে তাতে মাহাদীর লাশ পাওয়া যায়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মঈন উদ্দীন বলেন, লাশ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ধারণা করা হচ্ছে, মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button