নিখোঁজ হওয়ার ৫ দিন পর মিলল শিশুর লাশ
প্রবাহ রিপোর্ট ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর লাবণ্য আকতার (৫) নামে একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে লাবণ্য স্থানীয় সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। শিশুটি গত ২৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের আখক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বেলাল ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে লাশটি তার মেয়ে লাবণ্যর বলে শনাক্ত করেন। রাতেই লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কেন শিশুটিকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।