জাতীয় সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কার্টন থেকে মৃত নবজাতক উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার পলাশী সড়কে পাশে পড়ে থাকা ওষুধের একটি কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স একদিন হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে শাহবাগ থানার এসআই মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল পৌনে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে আসা ফোন কল থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী সড়ক পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে, যেটির ভেতর এক নবজাতকের লাশ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে কমলা রঙের কাপড় দিয়ে মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর লাশ দেখতে পান। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এসআই মাহমুদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।