মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ
প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে আছে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ। উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে, লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, গতকাল শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, গতকাল শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। লাশটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এর আগে শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিনের মাথায় দুটি হত্যাকা-ের ঘটনায় ওই এলাকার মানুষের জনমনে আতঙ্ক বিরাজ করছে।