জাতীয় সংবাদ

রিমান্ড শেষে সাবেক কৃষিমন্ত্রী শহীদ কারাগারে

প্রবাহ রিপোর্ট : যুবদল নেতা আব্দুল আহাদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মৌলভীবাজার কারাগার থেকে শ্রীমঙ্গল থানায় সকালে তাকে নিয়ে আসা হয়। একদিনের রিমান্ড শেষে তাকে (আব্দুস শহীদ) আদালতে নেওয়া হবে। পরে আদালত থেকে পুনরায় কারাগারে পাঠানো হবে। এর আগে বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার দুপুরে তার উপস্থিতিতে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল দ্বিতীয় (শ্রীমঙ্গল আমলি) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর গত ২৪ অক্টোবর ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ড. আব্দুস শহীদ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button