জাতীয় সংবাদ

আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা : সারজিস

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা সবদিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। গতকাল শনিবার বেলা ১১টায় ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল। তখন শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজে বাধাগ্রস্ত করেছেন। তিনি আরও বলেন, আমার আহত ভাইয়েরা তখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি। আমরা দেখেছি হাসপাতালে আহতদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালিয়েছে। তাই এখন আমাদের সবার দায়িত্ব যে স্পিরিট নিয়ে যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করা। আমরা সবাই যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করবো তেমনি সরকার ও প্রশাসনের কাজে সহায়তাও করবো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৫৫ জনের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক, পুলিশ সুপার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button