জাতীয় সংবাদ

জোড় ইজতেমায় অংশ নিয়েছেন ১৮ দেশের ২৫৭ মুরুব্বি

প্রবাহ রিপোর্ট : মহানগরীর টঙ্গী তুরাগ নদের তীরে ৫ দিনের জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি মুরুব্বি অংশগ্রহণ করছেন। গতকাল রোববার প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম এর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড় ইজতেমায় প্রায় ২ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন এতে। তাদের মধ্যে ইয়েমেনের ২৭, নরওয়ে ১, পাকিস্তানি ৬১, সৌদি আরবের ১৪, সিরিয়ার ১, অস্ট্রেলিয়ার ১৩, ইংল্যান্ডের ৯, কিরগিজস্তানের ১৭, সিয়েরা লিওনের ২, জার্মানির ২, জাপানের ২, আমেরিকার ২, ইতালির ৫, কানাডার ৩, আফগানিস্তানের ৭, ইন্ডিয়ার ৮৯, চীনের ১ ও দুবাইয়ের একজনসহ মোট ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বি উপস্থিত রয়েছেন। এদিকে, পাঁচ দিনব্যাপী প্রথম পর্বের জোড় ইজতেমায় এসে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, জোড় ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button