জাতীয় সংবাদ

‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’, খালাসের পর জাহাঙ্গীরকন্যা

নামের মিল থাকায় গ্রেনেড হামলার মামলায় আসামি

প্রবাহ রিপোর্ট : আমার বয়স ১৭, আমার আব্বুর জেলে থাকার বয়সও ১৭, বলে দুঃখ প্রকাশ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আটক জাহাঙ্গীর আলমের কন্যা সাফাজ হুমাইরা। গতকাল রোববার গ্রেনেড হামলায় আটক অভিযুক্তদের জামিন হয়েছে। এতে আটক জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়। সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪মাস, আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না, আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি। হুমাইরা নিজের আনন্দ প্রকাশ করে বলেন, আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি। জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম অন্য আসামির নাম-পরিচয়ের সঙ্গে মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতারের পর একমাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলে এতোদিন যাবত এই মামলা চলমান ছিল। প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় গতকাল রোববার দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এদিন বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button