জাতীয় সংবাদ

‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

প্রবাহ রিপোর্টঃ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্র্বতী সরকার গঠন নিয়ে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button