জাতীয় সংবাদ

ভারতের উচিত বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া: মাহফুজ আলম

প্রবাহ রিপোর্টঃ ভারতের উচিত বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও অন্তর্র্বতীকালীন সরকারকে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইলে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম লিখেছেন, ‘বাংলাদেশের জুলাই আন্দোলন ও ছাত্র-জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। এটা দিয়ে শুরু করতে হবে। জুলাইয়ের বিদ্রোহকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। বাংলার এই অংশে ইন্দোফিলস বা ভারতীয় সহযোগীরা ভাবছে যে, সবকিছু ঠান্ডা হয়ে যাবে এবং জুলাইয়ের বিদ্রোহকে বাদ দেবে এবং ফ্যাসিবাদীদের নৃশংসতার কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখছে!’ভারতীয় প্রতিষ্ঠান বিদ্রোহকে জঙ্গি, হিন্দুবিরোধী এবং ইসলামবাদী দখলকারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু তাদের প্রোপাগান্ডা ও উসকানি ব্যর্থ হচ্ছে। প্রায় দুই দশক পর বাংলাদেশের মানুষ বিনা দ্বিধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। সত্য চলে এসেছে… মিথ্যাচারের বিচার হবে। চিরকাল!’তিনি আরও লিখেছেন, ভারতের উচিত ৭৫ পরবর্তী প্লে-বুক পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতায় আসা। দেশে এখন পঁচাত্তর পরবর্তী পরিস্থিতি নেই। এটা নতুন বাংলাদেশ এবং এটি অনেক দূর যাবে। বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button