জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইইউ’র ২৮ রাষ্ট্রদূত

প্রবাহ রিপোর্ট ঃ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের ২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন রাষ্ট্রদূত বৈঠক করবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ সভা বাংলাদেশ ও ইইউ’র সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভূক্ত সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি+ বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। চিলির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: নয়া দিল্লিতে (বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত) চিলির রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ আমেরিকার অনুবিভাগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে মহাপরিচালক জানান, ‘বাংলাদেশ ও চিলির কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে অনুষ্ঠেয় স্বাক্ষর সমঝোতা স্মারক-সহ অন্যান্য চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও চিলির মধ্যে বর্তমানে (ক) কৃষি (খ) কূটনৈতিক প্রশিক্ষণ এবং (গ) সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে উদ্যোগ চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button