ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না: বিএসপি মহাসচিব

প্রবাহ রিপোর্ট : ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার। বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সব ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। ধর্মীয় উগ্রতার কারণে কোনোভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী, মো. মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমুখ।