জাতীয় সংবাদ

স্কুল পরিচালনায় উদাহরণ সৃষ্টির আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

প্রবাহ রিপোর্ট : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত হয়েছে। ফলে, এখন আমাদের ভালো কাজ করতে হবে। যাতে উদাহরণ সৃষ্টি হয়। যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে যশোর সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে, যাতে সে সবক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে ওঠে। একই সঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে সাতটি শ্রেণি এবং সাত জন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর এবং শিশুশিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button