শিক্ষার্থী হত্যায় সাবেক মন্ত্রী ফারুক খানসহ ৪ জন রিমান্ডে

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানসহ চার জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন– সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। গতকাল রোববার পাঁচ জনকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মনির হোসেন। তবে সাবেক শিল্পপ্রতিমন্ত্রী নজরুল ইসলাম মজুমদার আদালতে অসুস্থতার কারণে উপস্থিত না হওয়ায় বাকি চার জনকে প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল ৫টায় ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেয় শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে শামীম আহত হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম। ১৪ অক্টোবর দিবাগত রাতে ঢাকার বাসা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।