জাতীয় সংবাদ

শেখ হাসিনা ও তার প্রভুদের বলছি, কোনো হুমকিতে কাজ হবে না: শহিদুল

প্রবাহ রিপোর্ট ৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করা হলেও ভারতীয়দের উসকানিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ীতে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে এ মন্তব্য করেন তিনি। কৃষকদলের সাধারণ সম্পাদক বলেন, এই দেশে আমরা হিন্দু-মুসলিম এক হয়ে আছি। এটা তারা চায় না। দেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আবার হাসিনা বা তার মতো আরেক শাসক বসাতে চায়। আমরা তা মানবো না। শেখ হাসিনা ও আপনাদের প্রভু যারা আছেন, তাদের বলছি কোনো হুমকিতে কাজ হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, সেই মর্যাদা নিয়ে আমরা থাকবো। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু কারও প্রভুত্ব চাই না। তিনি আরও বলেন, কৃষকদলের মধ্যে কোনো গ্রুপিং নেই। কৃষকদল চলে তারেক রহমানের নির্দেশে। বিগত ১৫ বছর কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়াসহ সব কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে। আগামীতে আমরা (বিএনপি) ক্ষমতায় এলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেতে প্রতিটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র স্থাপন, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কোনো কারণে ফসল নষ্ট হলে কৃষি বীমার ব্যবস্থাসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা কৃষকদের আহ্বায়ক আইয়বুর রহমান আইয়্বু, সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button