জাতীয় সংবাদ

আজ মহান বিজয় দিবস

প্রবাহ রিপোর্ট ঃ মহান বিজয় দিবসের প্রাক্কালে মনে পড়ে যায় সেইসব স্মৃতি, যা নাকি আমাদের শুধু গর্ব করতেই শেখায় না, বরং বিশ্বের বুকে জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। ৩০ লাখ শহীদের রক্তে স্নাত, দুই লাখ নারীর সম্ভ্রম এবং কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধের এই বিজয়। ১৯৭১ সালের আজকের দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখ- হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। উড়তে থাকে চির অহংকারের লাল-সবুজের বিজয় নিশান। ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন ও ২১ দফার সংগ্রাম, ৬২’র শিক্ষার আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটির একাংশের নেতৃত্বে পল্টনের বিশাল জনসভা থেকে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’র কর্মসূচি ও ঘোষণা প্রকাশ্যে উত্থাপন, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ ও ১৯৭১ সালের ৯ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত এক বিশাল জনসভায় বাঙালির স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধুর সিদ্ধান্তের প্রতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একাত্মতা ঘোষণা, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন আজ। এক উপমহাদেশে প্রায় দুই হাজার কিলোমিটার ব্যবধানে একই দেশের দুই প্রান্তে অবস্থিতÍপূর্ব ও পশ্চিম পাকিস্তান। শুধু ভৌগোলিক অবস্থানগত ব্যবধান নয়, এই দুই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, আচার-আচরণ সবই ছিল ভিন্ন। একমাত্র ইসলাম ধর্মই ছিল বেশির ভাগ মানুষের মধ্যে মেলবন্ধনের একটি সূত্র। সেই ক্ষেত্রে দুই অঞ্চলের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক রক্ষা করার জন্য উভয়েরই প্রচেষ্টা কার্যকরভাবে রক্ষিত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তা পশ্চিম পাকিস্তানি শাসকদের একগুঁয়েমি এবং অর্থনৈতিক শোষণের কারণে ভিন্ন পরিণতি লাভ করেছিল। যার ফলস্বরূপ সংঘটিত হয়েছিল এই গৌরবময় যুদ্ধ। জাতীয় পর্যায়ে এদিন ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকবৃন্দ, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বাঙালি জাতি ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ ধর্ষিতা মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে। তাই আমাদের লক্ষ রাখতে হবে যাতে করে এই কষ্টে অর্জিত স্বাধীনতা বিফলে না যায়। যেহেতু আমরা নতুন প্রজন্মের অবদান নিয়ে গর্ব করতে চাই সেহেতু, ভুল বা বিভ্রান্তিমূলক অপতথ্যে নিজেদের যেন না জড়াই। আমরা যেন সত্যনিষ্ঠ হই; আমরা যেন সত্য অনুসন্ধানী হই। আমরা যেন চাটুকারের কথায় বিভ্রান্ত না হয়ে নিজেদের সম্ভাবনার ক্ষেত্রকে ছোট করে না ফেলি, যার যেখানে অবদান তা স্বীকার করতে দ্বিধাগ্রস্ত না হই; সমাজে শুধু হাত পেতে নেওয়ার কথা না ভাবি, হাতের মুঠো খুলে যেন অবারিতভাবে দেওয়ার কথাও ভাবতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button