জাতীয় সংবাদ

শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব নয়

প্রবাহ রিপোর্ট: শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আনম শামসুল ইসলাম বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ নি¤œবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আশা করা যায় না। সুতরাং শ্রমজীবী মানুষের এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের নিয়ে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আব্দুল মোমিনকে সভাপতি এবং মো. সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button