পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে পরোয়ানা : গ্যারান্টারদের বিরুদ্ধেও আসছে ব্যবস্থা

প্রবাহ রিপোর্ট: সমুদ্রগামী জাহাজ থেকে পলাতক ১৯ জন নাবিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নৌ-আদালত। তাদের বিষয়ে তথ্য দিতে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে নৌপরিবহন অধিদপ্তর। পলাতক নাবিকদের গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিডিসিধারী বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে পলাতক ১৯ জন নাবিকের বিরুদ্ধে নৌ-আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কেউ যদি তাদের সম্পর্কে অবগত থাকেন তাহলে কাছের থানায় বা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হলো। এছাড়াও এ পলাতক নাবিকদের গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক বা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পলাতক নাবিকদের মধ্যে রয়েছেন- এমভি মেঘনা অ্যাডভেঞ্চার জাহাজের মো. সোহানুর রহমান ও মোহাম্মদ আরিফুল ইসলাম, এমভি এইচএসএল ভেগাসের আবু সুফিয়ান, এমভি পিটিআই হোয়াং হি’র মোস্তফা কামাল ও ইসকান্দার মিজি, এমভি জাও গ্যালাক্সির মো. সানা উল্লাহ, এমভি মিনারেল এডোর মোহাম্মদ আনোয়ারুজ্জামান, এমভি মেঘনা অ্যাডভেঞ্চারের মো. আব্দুল কুদ্দুস, এমভি ওশান ভেলা টু বি রিনান এমটি বেকস সোয়ানের আমিনুল ইসলাম, এমভি জিন রং এর ওপি হোসেন ও মো. মেহেদী হাসান, এমভি এমএসসি এভারেস্টের মো. রফিকুল ইসলাম, এমভি রেড লিলির মোহাম্মদ মিজানুর রহমান, এমভি রিট্রেল প্যাক্টফিকের মোহাম্মদ শেখ আলম, এমবি জিন রং এর মো. আল-আমিন, এমভি মেঘনা ক্রাউনের মো. ইমাম হোসেন, এমভি মেঘনা প্রিন্সেসের এনামুল হক, এমভি ওশান লরির মো. ইমরুল হোসেন এবং এমভি মেঘনা অ্যাডভেঞ্চারের মোহাম্মদ ইব্রাহিম।



