জাতীয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীকে শোভাযাত্রা করবে জাতীয় পার্টি

প্রবাহ রিপোর্ট : আগামী ১ জানুয়ারি দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক জাঁকজমক করতে রাজধানীতে লোক সমাগম, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এ উপলক্ষে মহানগর, জেলা, উপজেলাসহ সব পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করবে। এছাড়া, নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রুততার সঙ্গে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন— দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য— মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মাশরুর মওলা, অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন— ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সামছুল হক, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. শান্ত, তরুণ পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মোড়ল জিয়া উর রহমান, হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম, মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, মৎস্যজীবী পার্টির সদস্য সচিব মীর সামসুল আলম লিপ্টন, জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button