জাতীয় সংবাদ

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে ফেরানো হলো দলে

প্রবাহ রিপোর্টঃ চট্টগ্রামে এস আলমের গাড়িকা-ে বহিষ্কার হওয়া দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে দীর্ঘ চার মাস পর দলে ফেরানো হয়েছে। এরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া। বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ আপনাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ২৫ ডিসেম্বর নির্দেশক্রমে আপনাদের স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকা-ের যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য তাদের সতর্ক থাকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে, কালুরঘাট শিল্প এলাকা থেকে এস আলমের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরানোকা-ে সমালোচনার মুখে পড়েন দক্ষিণ জেলা বিএনপির এই তিন নেতা। গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। একই সঙ্গে আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্র। এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি আজ (বুধবার) হাতে পেয়েছি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button