জাতীয় সংবাদ

একদল ষড়যন্ত্রকারী দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়: জামায়াত আমির

প্র¦বাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। দুনিয়ার বুকে এমন কোনো জাতি নাই যারা বিভক্ত হয়ে সম্মান ও মর্যাদা লাভ করেছে এবং উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে। এই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে, আমরা এই বিভক্তির কবর রচনা করতে চাই। তিনি বলেন, আমাদের এখন দরকার জাতীয় ঐক্য। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি শক্ত হাত এই ষড়যন্ত্র রুখে দেবে। আমাদের এই দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশের তাহলে কেন এমন হলো? এর কারণ হচ্ছে যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের কারণে। তারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন। বিগত ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাও পালিয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। গত রোববার দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক এক করে শীর্ষ ১১ নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি। তিনি বলেন, ৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। ৫ আগস্টের পর শুধু জামায়াতে ইসলামের নয়, পুরো বাংলাদেশের মানুষের মুক্তির সঙ্গে স্বাধীনতা অর্জন হয়েছে। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জেলার সেক্রেটারি জেনারেল এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button