জাতীয় সংবাদ

৫০ বছর পূর্তিতে চীনের কাছে ২৪ প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় পক্ষ বিভিন্ন কর্মসূচি নিতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে ২৪ টি প্রস্তাব দেয়া হচ্ছে। উভয় পক্ষের সম্মতিতে এসব প্রস্তাব গৃহীত হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বেইজিং সফরকালে আজ মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে ২৪ টি প্রস্তাব দেয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের সফর বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের প্রস্তাব দেয়া হচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে আগামী মার্চ মাসে সফরের প্রস্তাব দিয়েছে চীন। আগামী ২৭-২৮ মার্চ বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেয়ার জন্য ইতোমধ্যেই চীন আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার সফরকালে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে যে ২৪ প্রস্তাব দেয়া হচ্ছে, সেগুলো হলো:
১. উচ্চ পর্যায়ের সফর বিনিময়। পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা ও অন্যান্য মন্ত্রী পর্যায়ের সফর বিনিময়।
২. বাংলাদেশের তরুণ নেতাদের চীনে, চীনা তরুণ নেতাদের বাংলাদেশে সফর।
৩. বাংলাদেশের বুদ্ধিজীবী/নাগরিক সমাজের সদস্যদের চীন সফর বিনিময়।
৪. বাংলাদেশ ও চীনের মিডিয়া/থিঙ্কট্যাঙ্ক সদস্যদের সফর বিনিময়।
৫. বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া দলের সফর বিনিময় ।
৬. বাংলাদেশ ও চীনা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি।
৭. চীনা হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সংক্রান্ত সমঝোতা স্মারক সই।
৮. পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একে অপরের রাজধানীতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা।
৯. বাংলাদেশ এবং চীনা শহরগুলোর মধ্যে সিস্টার সিটি চুক্তি।
১০. বেইজিং, সাংহাই, কুনমিংয়ে বাংলাদেশের সাংস্কৃতিক প্রদর্শনী। বাংলাদেশ থেকে চীনে সাংস্কৃতিক দলের সফর।
১১. চীনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠানের আয়োজন।
১২. আগামী ৪ অক্টোবর ঢাকা এবং বেইজিং উভয় স্থানে একযোগে স্মারক ডাকটিকিট এবং খামের যৌথ প্রকাশ।
১৩. বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় সিম্পোজিয়াম আয়োজন।
১৪. চীনের জাতীয় নারী ক্রিকেট দলের সাথে প্রীতি ম্যাচ অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় নারী ক্রিকেট দলকে চীনে পাঠানো।
১৫. বেইজিং, কুনমিং, সাংহাই, হংকং’য়ে খাদ্য উৎসব আয়োজন।
১৬. দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে আগামী ৪ অক্টোবর চায়না ডেইলি বা অন্য কোনো চীনা সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা।
১৭. চীনে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব আয়োজন।
১৮. মেঘনা/পদ্মা নদীতে নৌকা বাইচ আয়োজন।
১৯. ঢাকায় চীনা দূতাবাসের সাথে যৌথভাবে ঘুড়ি উৎসব আয়োজন।
২০. বেইজিং/হংকংয়ে বাংলাদেশ সঙ্গীত উৎসব আয়োজন।
২১. বেইজিং এবং সাংহাইয়ে একক দেশের বাণিজ্য মেলা আয়োজন।
২২. কুনমিং/সাংহাইয়ে বাণিজ্য প্রদর্শনীর আয়োজন।
২৩. চীনা বিনিয়োগকারী/তরুণ চীনা ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো।
২৪. চীনা বিনিয়োগ বাংলাদেশে আনতে সাংহাইয়ে বাংলাদেশ বিনিয়োগ সেমিনার আয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button