জাতীয় সংবাদ
‘মবোক্রেসি’ নিয়ে মিজানুর রহমান আজহারী যা বললেন

প্রবাহ রিপোর্ট ঃ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে LetÕs rebuild our nation লেখা স্ট্যাটাস। শুরুর দিকে এই স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। এর কিছুক্ষণ পরই জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীও এমন একটি স্ট্যাটাস দেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন। তিনি পোস্টে লিখেছেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। LetÕs rebuild our nation