জাতীয় সংবাদ
ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা গত সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



