খেলাধুলা

সাকিবকে দেখে রাজনীতির ‘শখ মিটে গেছে’ আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটেই শুধু নয়, সব মহলেই ভীষণ জনপ্রিয় শহীদ আফ্রিদি। তার গড়া ফাউন্ডেশন পাকিস্তানে নানা সেবামূলক কাজ করে আসছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও সম্প্রসারিত হয়েছে সেবামূলক কার্যক্রম।আফ্রিদির এই অলাভজনক সংস্থার কার্যক্রম দেখে অনেকেই তাকে রাজনীতিতে যোগ দিয়ে দেশসেবায় মনোনিবেশের পরামর্শ দিয়ে থাকেন। তার ফাউন্ডেশন ও নিজের সোশ্যাল প্লাটফর্মে প্রায়ই দেখা যায় এমন মন্তব্য। তবে সেই আফ্রিদির রাজনীতির ‘শখ মিটে গেছে’ বাংলাদেশের পরিস্থিতি দেখে। একসময় বাংলাদেশে তুমুল জনপ্রিয় ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার জনপ্রিয়তার বিচারে ছাড়িয়ে গিয়েছিলেন বাকি সব তারকাকে। তবে রাজনীতিতে নাম লেখানোর পর প্রশ্নবিদ্ধ হতে হয়েছে তাকেও। এখন দেশে আসার মতো পরিস্থিতিও নেই। এমনকি মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি। আর এসব দেখে যেন রাজনীতিতে আসার ইচ্ছেই মরে গেছে আফ্রিদির। সম্প্রতি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এমনটিই বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আফ্রিদির সাথে আড্ডার সময় পাকিস্তানি কিংবদন্তির কাছে তামিম জানতে চান, রাজনীতিতে আসার কোনো ভাবনা আছে কি না। জবাবে আফ্রিদি বলেন, তোমাদের যে হাল, রাজনীতিতে আর আসছি না। এ কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীরা। আফ্রিদি যখন ভিডিও ধারণ করেন তখন নবী নৈশভোজ করাচ্ছিলেন তাকে। এ সময় তামিম নৈশভোজের প্রস্তাব রেখে বলেন, ‘আফ্রিদি ভাই, আপনারা তো জানেন করাচির বিরিয়ানি সেরা। আমি আপনাদের ঢাকার কাচ্চি খাওয়াবো। এখানে এখন অনেক রেস্তোরাঁ আছে।’ এ সময় শাহীন আফ্রিদি জানতে চান, কাচ্চি কী? আফ্রিদি তখন খোলাসা করে বলেন, এটাও এক ধরনের খাসির বিরিয়ানি। যাকে বাংলাদেশে কাচ্চি বলে। তামিম বলেন, আমি আপনাদের এটা খাওয়াবো। খেয়ে তুলনা করবেন করাচির বিরিয়ানি সেরা নাকি বাংলাদেশের কাচ্চি। আফ্রিদি তখন বলেন, তামিম করাচি কিন্তু করাচিই। তামিম জবাবে বলেন, আমি খাওয়াবো তো, তখনই বুঝতে পারবেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফি এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে নাম লেখালেও দলটির কোনো কার্যক্রমে তাঁকে দেখা যাচ্ছে না। আর সাকিব রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেই ফিরতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button