স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাকে স্পেশালভাবে দেখেন : এস এম কামাল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাকে স্পেশাল ভাবে দেখেন। যার কারণে শেখ হাসিনা আক্কেল বিশ্ববিদ্যালয় খুলনা কলেজ হাসপাতালকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। আমাদের অনুভূতি শেখ আবু নাসের হাসপাতাল কে আরও অত্যাধুনিক করে এ অঞ্চলের মানুষের সেবার মান আরো বাড়াতে চাই। পর্যায়ক্রমে খুলনার সকল হাসপাতাল উন্নতিকরণ ও আধুনিকায়ন করা হবে। জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সচিব কে খুলনায় পাঠিয়েছেন। আমরা খানজাহান আলী থানা এলাকার সংক্রমণ ব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল আধুনিকায়ন করা হবে। দৌলতপুরের উপস্বাস্থ্য কেন্দ্র কে উন্নতি করে শেখ রাজিয়া নাসের মা ও শিশু হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন,এই হাসপাতালটা শহীদ শেখ আবু নাসেরের নামে তাই এই হাসপাতালের কোন দুর্নাম আমরা শুনতে চাই না। আমি চাই এই হাসপাতালের নামের সাথে বঙ্গবন্ধুর পরিবার জড়িত এখানের কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। বর্তমানে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ভালো হয়, ভালো ব্যবহার করছে সেই সুনাম শোনা যাচ্ছে। আমি চাই এই হসপিটাল সেবার মান আরো ভালো করতে হবে। গরিব মানুষ যাতে তাদের চিকিৎসা পত্র নিতে পারে। সভাপতির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এ সব কথা বলেন। ২৭ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, এডভোকেট সাইফুল ইসলাম, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনের সঞ্চালনায় ও সভায় বক্তৃতায় তিনি বলেন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান জড়িত।আমরা সোর মান আরো ভার করবো।সবাই যেন সঠিক সেবা পায় সেটি সব সময লক্ষ রেখে হাসপাতাল পরিচালনা করার চেষ্টা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আর এম ও ডা: প্রকাশ চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, হিসাবরক্ষক মোঃ শহিদুল ইসলাম,মোঃ মাসুদ পারভেজ পাভেল। এছাড়াও হাসপাতালে চিকিৎসক ও কমিটির অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির পিতা সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী প্রথম ক্ষমতায় এসে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার মান উন্নতি করার জন্য ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর এই হাসপাতালটি ভিত্তি প্রস্থর স্থাপন করেন। জননেত্রী শেখ হাসিনার চাচা শহীদ শেখ আবু নাসের এর নামে নামকরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button