স্থানীয় সংবাদ
খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা রোববার রাত ৮টায় সমিতি অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা ও শ্রমিক নেতা আবুল কালাম জিয়া। সভায় বক্তব্য রাখেন বিআইডিসি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, ১১নাম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আশরাফ হোসেন, আব্দুল মান্নান, সমিতির সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরুল হক, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, সদস্য সেন্টু, খলিলুর রহমান, আব্দুস সোবাহান প্রমূখ। সভায় আয় ব্যয় হিসেবে দেয়া হয়। সাড়ে তিন বছরে আয় ৭৯ হাজার ৬শত টাকা। তবে ব্যয় বেশী হয়।