ফুলতলায় দু’টি ট্রাকে রহস্যজনক আগুন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলার দক্ষিণডিহি শীতেরঘাট ভৈরবনদ সংলগ্ন প্রোমিজ ট্রেডার্সের ঘাটে দাড়িয়ে থাকা দুইটি ট্রাকে রহস্যজনক আগুন লাগে। এতে তাজপুর গ্রামের শেখ আবু দাউদের এবং পয়গ্রামের সেলিম কাজীর ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ঘাটের শ্রমিকেরা ভ্যেকু গাড়ী দিয়ে বালু ছিটিয়ে এবং ঘাটে নোঙ্গর করা সার ভর্তি জাহাজের হোস পাইপ দিয়ে ঘন্টাব্যাপী পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে ট্রাক দুইটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে ঘাটের ইনচার্জ শেখ আসলাম হোসেন বলেন, হঠাৎ করে ট্রাকের মধ্য হতে ধোয়া বের হতে দেখি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘাটের লাইটার জাহাজগুলোর মাধ্যমে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ও ফুলতলা থানার ওসি মোহাম্মদ আব্দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মোহাম্মদ আব্দুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।