স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৩৩৪ : মৃত্যু ২

# বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩০১২৩ : মৃত্যু ১০৯ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩৩৪ জন এবং কুষ্টিয়া জেলায় দুইজনের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা মেডিকেল কলেহ হাসপাতালে ৩৭ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩০ হাজার ১২৩ জন এবং মৃত্যু হয় ১০৯ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ১০ জেলায় নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৩৪ জন। এ সময়ে কুষ্টিয়া জেলায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বিভাগের ১০ জেলায় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ৪৭ জন, বাগেরহাটে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, যশোরে ৬৪ জন, ঝিনাইদহে ৪৪ জন, মাগুরায় ৩১ জন, নড়াইলে ৩২ জন, কুষ্টিয়ায় ৫৫ জন ও মেহেরপুরে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩০ হাজার ১২৩ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৭০১ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১০৯ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৪ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৫ জন, ঝিনাইদহে ৯ জন, নড়াইলে ৫ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৯৫২ জন এবং রেফার্ড করা হয় ৩৬১ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন। এ পর্যন্ত খুমেক হাসপাতালে ৩৩৮০ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩২২১ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের । খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৬৫ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ২৪৪৫ জন এবং মৃত্যু হয় ২ জনের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button