স্থানীয় সংবাদ

এ্যাড. সাইফুল ইসলামের আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ

খবর বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জোয়ারদার, কেসিসি প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদ এনামুল হক, এডভোকেট এসএম তারিক মাহমুদ তারা, সাংবাদিক মল্লিক সুধাংশু, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, খুলনা চেম্বারের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, হিমাংশু বিশ্বাস, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, ডাক্তার বিপ্লব মন্ডল, মোঃ শফিকুল ইসলাম টুটুল, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, হাজী লুৎফর রহমান গাজী, মোঃ রবিউল ইসলাম মিঠু, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আনিসুর রহমান, আশরাফ আলী প্রমুখ। গতকাল শনিবার দুপুরে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) মনোনয়নপত্র উত্তোলন করার পর মনোনয়ন পত্রটি পূরণ করে একই দিনে জমা প্রদান করা হয়। এছাড়াও ঢাকাস্থ খুলনার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button