জাতীয় সংবাদ

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা বাংলাদেশ ইসলামি ফ্রন্টের

প্রবাহ রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স উ ম আবদুস সামাদ বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দেশ আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত হবে। ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হবে। দেশের সার্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এ প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিচ্ছে। তিনি বলেন, আগামীকাল ২০ নভেম্বর থেকে দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান এম এ মতিন। এ সময় দেশের বৃহত্তর স্বার্থে আবারও বৃহৎ দুই রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার উদাত্ত আহ্বান জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে আবদুস সামাদ বলেন, ‘আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে। অতীত নির্বাচনে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি।’ এসময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ৮ দফা দাবি তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button