আগুনে পিকআপ পোড়ানোর অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রবাহ রিপোর্ট : জয়পুরহাট সদরের পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় একটি খালি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৪৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রোববার সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় বিস্ফোরক উপাদানকারী আইনে মামলা করেন। আসামিরা হলেন- জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান (৪৫), জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনান (৩৫), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বিদ্যুৎ (৫০), কাজি মঞ্জুরে আলম পলাশ (৪৫), মাসুদ রানা (৪৫), নুর মোহাম্মদ সরদার তুলা (৫২), আলমগীর হোসেন (৪৩), মহিদুল ইসলাম খান রাজিব (৩৮), উজ্জ্বল হোসেন প্রধান (২৮), হাসানুল হক বান্না (২৮), পিয়াস আহমেদ (২৮), নাহিদ হোসেন (২৮), সাগর চৌধুরীসহ (৩২) অজ্ঞাত ৩০/৩৫ জন। জানা গেছে, গত শনিবার রাতে সদর উপজেলার ধারকী এলাকায় কয়েকজন মৎস্য ব্যবসায়ীকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে দেন গাড়ির চালক। এরপর পিকআপটি নিয়ে নওগাঁ জেলার ধামুইরহাটে রওনা দেন। রাত পৌনে ১০টার দিকে জয়পুরহাটের পাকার মাথা বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে ৮/১০ দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এই ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।