স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ২৪৩ : মৃত্যু ১

বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩১৫৯৮ : মৃত্যু ১১১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩১ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু হয় ১১১ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪৩ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২৪ জন, বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ৫ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ৩৬ জন, মাগুরায় ২২ জন, নড়াইলে ১৭ জন, কুষ্টিয়ায় ৩৯, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩১ হাজার ৫৯৮ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৩৬৭ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১১১ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৫ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৫ জন, ঝিনাইদহে ৯ জন, নড়াইলে ৫ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৭৪১ জন এবং রেফার্ড করা হয় ৩৭৯ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৫ জন। এ সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। বর্তমানে ভর্তি আছে ১১৪ জন। এ পর্যন্ত খুমেক হাসপাতালে ৩৫১৯ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩৭০ জন এবং মৃত্যু হয় ৩৫ জনের । খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৩ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ২৬২৭জন এবং মৃত্যু হয় ২ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button