স্থানীয় সংবাদ

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের অনেক পরিবর্তন আজ লক্ষ্যণীয়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষকরা একাডেমিক কাজের বাইরে খেলাধুলায় অংশগ্রহণ করেন, যাতে তাদের শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে। তিনি শিক্ষক সমিতির এ আয়োজন অব্যাহত থাকুক এ প্রত্যাশা করেন। একই সাথে শিক্ষক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি ৭টি ইভেন্টে বিজয়ী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। আরও বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শারমিন সুলতানা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button