স্থানীয় সংবাদ

দারুস্ সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়াস্থ দারুস্ সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) বাদ আসর ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল আনুষ্ঠিত হয়েছে। শাইখুল হাদিস, জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা, দৌলতপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ হযরত মাওঃ মুফতি রশিদ আহমাদ সাহেব (দাঃ বাঃ)’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোরআন ও হাদিস থেকে ইসলামী আলোচনা পেশ করেন আলহাজ¦ হাফেজ মাওঃ মুশ্তাক আহমাদ (দাঃবাঃ)। প্রধান বক্তার আলোচনা পেশ করেন মুফতি আব্দুল্লাহ সালেহী। বিশেষ বক্তার আলোচনা পেশ করেন হযরত হাফেজ মাওঃ মুফতি মাহমুদুল হাসান খান, মুফতি হুমায়ুন কবীর (হুসাইনী)। আমন্ত্রিত ওয়ামায়ে কেরাম হিসাবে উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন আলহাজ¦ মাওঃ আসাদুল্লাহ (দাঃবাঃ), আলহাজ¦ মুফতি ইলিয়াজ জাহানাবাদী (দাঃবাঃ), আলহাজ¦ হযরত মাওঃ হাবিবুর রহমান। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেসিসি’র ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু,গাজী আঃ হালিম, শেখ নজরুল ইসলাম (নজু), সরদার লিয়াকত হোসেন লাবলু, আঃ সবুর মোল্লা, শেখ এনামুল কবির মাসুম, আলহাজ¦ কুতুবু্িদ্দন হাওলাদার, গাজী শরিফুল ইসলাম (অহিদ), শেখ ইব্রাহিম হোসেন। মাহফিলে কুরআনুল কারিম থেকে তেলোয়াত করেন আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ক্বারী হাফেজ মাওঃ ক্বারী মুস্তাকিম বিল্লাহ। ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন দাউদ আনাম (কলরব)। মাহফিলের সার্বিব তত্ত্ববধায়ণে ছিলেন অত্র মাদ্সার মুহতামিম মাওঃ তরিকুল ইসলাম। মাহফিল শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। উক্ত, মাহফিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button