দৌলতপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে ৫ম বারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরতœ, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করতে শনিবার (২৫ নভেম্বর) বিকালে নগরীর দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড মতিউর রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা আ’লীগের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সমন্বয়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ ক্যাম্পেইনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। উদ্বোধনী কর্মশালায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরতœ, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার লক্ষে আ’লীগের প্রতিটি নেতাকর্মীকে এই নির্বাচনকালীন সময়ে সক্রীয় ভূমিকা পালন করতে হবে। তাছাড়া বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ও শেখ হাসিনার প্রতি আস্থা রেখে উন্নয়নের চলমান ধারাকে অব্যহত রাখার জন্য এবং বিএনপি-জামাত আর যেন পেছনের দরজা দিয়ে কোনদিন ক্ষমতায় আসতে না পারে, যে জন্য প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে তুলে ধরতে হবে। সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বি জে এ সাবেক চেয়ারম্যান সেখ সৈয়দ আলী। সঞ্চালনায় ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ। এ সময় উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা, নগর লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,নগর দপ্তর সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি মোহাম্মদ মাহবুব আলম সোহাগ, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার আঁখিল উদ্দিন দাউদ হায়দার,৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, নুরুল হক নুরু মিজানুর রহমান তরফদার মিজা,শেখ আব্দুল হামিদ,শরিফুল ইসলাম খোকা, আসিফুর রশিদ আসিফ,শেখ কওসার আলী,আব্দুর রউফ মোড়ল,শেখ মফিজুর রহমান হিরু,হারুন অর রশিদ,জাফর ইকবাল মিলন, শেখ অহিদুজ্জামান অহিদ,৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম ও মনিরা আক্তার, রানা পরভেজ সোহেল, আশুতোষ সাধু তপন কুমার দাস বলরাম শেখ আহাম্মেদ উল্লাহ , শাহ আলম মাতুব্বর,তুহিন শেখ, শরিফ শাকিল বিন আলম,হাসিবুল হাসান, সেলিম শিকদার, আবু বক্কার মাস্টার,শহিদুল ইসলাম সেলিম,ইমাম হোসেন রুবেল,এম রুহুল আমিন,কবির হোসেন, মিজানুর রহমান মিজান,জাকির হোসেন, খন্দকার কামরুল হাসান,মহিলা আওয়ামী লীগের মাহফুজা শাহাবুদ্দিন,ফারহানা পারভেজ নিপু,নুরজাহান মেরী,বিউটি ইসলাম,সালমা বেগম, পারভিন আক্তার লিপি, বিনু ইসলাম, বিউটি ইসলাম, রতœা বেগম, বাচ্চু মোড়ল,মোঃ রিপন হাওলাদার, মহিউদ্দিন রাজু, শেখ ফিরোজ, বাবলু নন্দী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রোড স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনে টেইলার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার তালুকদার রাসেল(সহযোগী অধ্যাপক), কাজী মুরাদ(সহকারী অধ্যাপক) সৌরভ ঘোষ(সহকারী অধ্যাপক) রাকিবুল হাসান সিদ্দিকী (সহযোগী অধ্যাপক) ও থানা পর্যায় থেকে নির্বাচিত প্রশিক্ষিত ট্রেইনার জেসমিন সুলতানা শম্পা, শেখ মোহাম্মদ আলীর সমন্বয়ে ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কার্যক্রমের শুরুতেই আঞ্চলিক সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম ক্যাম্পেইনারদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন ক্যাম্পেইনাররা। ক্যাম্পেইনারদের ভিতরে নারীদের সংখ্যা ছিলো প্রায় ৫০শতাংশ। ক্যাম্পেইনারদের রেসপন্স চোখে পড়ার মতো। ক্যাম্পেইনাররা এই কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। তারা এই পদ্ধতিকে স্বাগত জানিয়ে স্বতস্ফুর্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা বিষয়ে উপস্থাপণা করেন নির্বাচন উপ-কমিটির আঞ্চলিক সমান্বয়ক আরিফুল ইসলাম, প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠতব্য কর্মশালায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধিসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াসহ নির্বাচন কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতির বিষয়ে আলোকপাত করা হয়।