দৌলতপুর পাইকারি পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিামানা
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ খুলনা অধিদপ্তর। অভিযানে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এর আগে সোমবার নগরীর ট্র্যাক স্ট্যান্ড পাইকারি বাজার ও নিউ মার্কেট কাচা বাজারে অভিয়ান পরিচালনা করা হয়। এই সময়ে দু¦ই বাজারের দুই ব্যবাসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে মেসার্স জোনাকী বাণিজ্য ভান্ডারকে ৫ হাজারটাকা, মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা এবং দৃষ্টি বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানের সময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এবং দৌলতপুর থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।