খেলাধুলা

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে নাহিদা

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে থাকা নাহিদা আক্তারের চমৎকার বোলিংয়ের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। নারী ক্রিকেটে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। সবশেষ ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন নাহিদা। এর শেষটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের রেকর্ড জয়ে বড় অবদান রেখে নিয়েছেন ৩ উইকেট। এতে নারী বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৫৬২, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। নাহিদার সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন পাকিস্তানের নাশরা সান্ধু। সেরা বিশে বাংলাদেশের প্রতিনিধি আছেন কেবল আর একজন। ৪৮৪ রেটিং নিয়ে ২০ নম্বরে আছেন সালমা খাতুন। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রায়েব খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন। তিন স্পিনারই গড়েছেন নিজেদের সেরা রেটিং। নিজের সেরা ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে আছেন পেসার মারুফা আক্তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখা মুর্শিদা বাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বরে। অপরাজিত ৯১ রানের চমৎকার ইনিংসে ভর করে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫৪, যা এই টপ অর্ডার ব্লাটারের ক্যারিয়ার সেরা। সেরা ২০-এ বাংলাদেশের প্রতিনিধি একজনই, ফারজানা হক। ক্যারিয়ার সেরা ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১৫ নম্বরে। অধিনায়ক নিগার সুলতানা আছেন ২৭ নম্বরে, ক্যারিয়ার সেরা ৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে। সেরা পঞ্চাশে নেই বাংলাদেশের আর কেউ। ক্যারিয়ার সেরা ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে আছেন ওপেনার শামিমা সুলতানা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button