জাতীয় সংবাদ

৮ কেজি সোনাসহ দুবাই-ফেরত নারী আটক

প্রবাহ রিপোর্ট : ৮ কেজি সোনাসহ দুবাই-ফেরত এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করে ফৌজদারি মামলা করা হয়েছে। জানা গেছে, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনের ইকে৫৮৪ ফ্লাইট ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। রেখা পারভীন নামের এক যাত্রী চোরাচালান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বি-শিফট) সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ২৮কে সিটে যাত্রী রেখা পারভীনকে শনাক্ত করা হয়। তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের অভ্যন্তরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, যাত্রীর কাছে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ৬৯টি স্বর্ণবারের ওজন ৮ কেজি ৪ গ্রাম ও একটি স্বর্ণের চেইনের ওজন ১১৫ গ্রাম এবং ছয়টি স্বর্ণের চুড়ির ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮ হাজার ২১৭ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ছয় কোটি ৬৭ লাখ ৩৬ হাজার টাকা। সহকারী পরিচালক জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। জব্দ স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে। যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button