স্থানীয় সংবাদ

খুলনাসহ বিভাগে যথাসময়ে নতুন বই পাচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা

জানুয়ারী আগে স্কুলে যাবে ৮০ লাখ নুতন বই

শেখ ফেরদৌস রহমান : খুলনা সহ ১০ জেলায় জানুয়ারী আগে চলে যাবে ৮০ লাখ নতুন বই। ২০ লাখ ক্ষুদে শিক্ষার্থীরা নতুন চারটি বই বাংলা,ইংরেজি,পরিবেশ পরিচিত ও ধর্ম বই পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক গণ শিক্ষা অধিদপ্তরের উপঃ পরিচালক মোঃ মোসলেম-উদ্দিন । তিনি আরও বলেন, এবছর আগের থেকে সব বই চলে এসছে।তবে আনুষ্ঠানিক ভাবে কবে নাগাদ নতুন বই বিতরণ করা হবে এখন নির্ধারিত হয়নি সময়। মূলত নির্বাচন এর জন্য একটু বিলম্ব হচ্ছে। এছাড়া খুলনা বিভাগে ৮০ লাখ নতুন বইয়ের চাহিদার মধ্যে আমরা ইতো মধ্যে প্রায় ৭৫ লাখ বই হাতে পেয়েছে। যার মধ্যে ৬টি জেলা সাতক্ষিরা, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, যশোর, মাগুরা, জেলায় শতভাগ বই চলে গেছে এর মধ্যে খুলনায় চাহিদার তুলনায় শতকরা ৮৯ শতাংশ নতুন বই চলে এসছে, মেহেরপুরে ৮২ শতাংশ, চুয়াযাঙ্গায় ৮৫ শতাংশ,বাগেরহাট ৬১ শতাংশ, বই চলে এসছে। মোট কথা খুলনা বিভাগে শতকরা আমরা প্রায় ৯৩ শতাংশ নতুন বই চলে আসছে। এদিকে বাকি ৭ শতাংশ বই আগামী দু একদিন মধ্যে পাওয়া যাবে।এছাড়া বিভাগে মোট ৮ হাজার ১শ ২৬টি স্কুলের বিপরিতে ২০ লাখ শিক্ষার্থীরা পুরাতান বা আগের বছরে যেসব বই পেয়েছিল এসব কোন বই আর স্কুলে জমা দিতে হবে না। এসব বই সব শিক্ষার্থীরা তাদের কাছে রাখবেন।আগে প্রাথমিক স্কুলে পুরাতন বছরের বই জমা দিতে হতো স্কুলে। এখন আর জমা দিতে হবে না পুরাতন বই।পাশাপাশি কিন্ডার গার্ডেন স্কুলে যদি সরকারী অনুমোদন না থাকে আমরা আর এসব স্কুলে কোন নতুন বই বরাদ্ধ দিবনা। আমাদের কাছে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।তবে আগের মত আর ঢাকা ডিজি অফেসে নিবন্ধন করতে হবে না। আমরা প্রথমিক গণ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় অফিস থেকে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাচাই করে নিবন্ধন দিব। খুলনায় খুলনায় নগর ও জেলা পর্যায়ে মোট ৩৯৮ টির মত শিশু শিক্ষা প্রতিষ্ঠান আছে।যার মধ্যে খুলনা জেলায় ৮৬টি থাকলেও মহনগরীতে আছে ৩১২টি। এ বিষয়ে খুলনা অক্ষর বিদ্যাপিঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রসেনজিৎ সাহা বলেন, আমাদের স্কুল নিবন্ধন করা আছে। খুলনা প্রাথমিক গণশিক্ষা অধিপ্তর থেকে নতুন বই দেযা হবে। ।এছাড়া যেসব কিন্ডার গার্ডেন স্কুলে নিবন।দন নেই। এখন এসব নিবন্ধহীন স্কুল গুলো খুলনা প্রাথমিক গণশিক্ষা অধিপ্তরে আবেদন করলে নির্ধিিরত ফি জমা দিলে সহযে নিবন্ধন পেয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button