স্থানীয় সংবাদ

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন

২নং ওয়ার্ডে গণসংযোগে কেন্দ্রীয় নেতা এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানাধীন ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খুলনা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গণসংযোগ এবং ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রদান করে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এঅঞ্চলের বন্ধু জুটমিল ও কলকারখানার শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা উন্নয়নের প্রথিক,জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক,স্মার্ট বাংলাদেশের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের কথা দিতে পারি জননেত্রী শেখ হাসিনা, এ অঞ্চলের নেতা বেগম মনুজান সুফিয়ান ভাবিকে ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ভাইকে সঙ্গে নিয়ে এই মিল যাতে পুনরায় চালু করা যায় সে ব্যবস্থা করব। জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে ১০০ টি ইপিজেট নির্মান করেছেন। সেগুলি পর্যায় ক্রমে চালু হলে সেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ্তাতে করে বেকার সমস্যা দুর হবে। সাধারণ মানুষের স্বার্থে আমি সবসময় কাজ করবো। আমি এমপি হিসেবে নয়,আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। বুধবার সকালে ২ নং ওয়ার্ডের রেলিগেট থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গণসংযোগ শুর” করেন। রেলিগেট ঢাকা ট্রেডিং জুট প্রেসের সামনে পথ সভার মাধ্যমে বক্তৃতা করেন, এরপরে ফুলবাড়ী গেট বাজার, সেনপাড়া,মীরেরডাঙ্গা,এযাক্স জুট মিল,সোনালী জুট মিল, কেবল শিল্প ও কেডিএ এলাকায় গণসংযোগ ও পথ সভার মাধ্যমে বক্তব্য রাখেন। বিকেলে তিনি যুগিপোল ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মা-বোনদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল হাওলাদার, মনির”ল ইসলাম মাস্টার,এম এ সেলিম, আফম জাহিদ হাসান জাকির,মোস্তাফিজুর রহমান মানিক, কাউন্সিলর এস এম মনির”জ্জামান মুকুল, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, মোঃ শাকিল আহমেদ,যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, মো: মোস্তফা, লিয়াকত মুন্সী, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাকিব, সুর”জ্জামান হানিফ,আনিস মোড়ল, হাবিব মোড়ল, জাকারিয়া রিপন, মাহফুজা শাহাবুদ্দিন, পারভিন মুন্সী,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, শাহজাহান হাওলাদার সাজা, রুমেল হোসেন, মোঃ শাহাবুদ্দিন, এম এম সেলিম রোমানসহ ওয়ার্ড এলাকার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button