সেখ জুয়েলের পক্ষে এড: সাইফুল ইসলামের গনসংযোগ
খবর বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল এর পক্ষে সকল আদলত অঙ্গন, জেলা প্রশাসকের কার্যালয় এলাকা, খুলনা রেজিস্ট্রি অফিস, কেসিসি মার্কেট সহ সর্বস্তরের মাঝে খুলনা জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এড: মো: সাইফুল ইসলামের নেতৃত্বে এক বিশাল গনসংযোগ করা হয়। উক্ত গনসংযোগে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক এড: এনামুল হক, প্রধান অতিথি হিসাবে ছিলেন এড: মো: সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড: কাজী বাদশা মিয়া, এড: আহমেদ উল্লাহ পিলু, এড: এম এম মুজিবর রহমান, এড: আইয়ুব আলী শেখ। উক্ত গনসংযোগে উপস্থিত ছিলেন এড: এস এম তারিক মাহমুদ তার সদস্য সচিব এবং এড: বিজন কৃষ্ণ মন্ডল,্ এড: সাজ্জাদ আলী, এড: সেলিনা আক্তার পিয়া, এড: শফিউল আলম সুজন, এড: কে,এম ইকবাল হোসেন, এড: কে এম মিজানুর রহমান, এড: এড: শিকদার হাবিবুর রহমান, এড: আনোয়ারা মমতাজ আন্না, এড: মিনা মিজানুর রহমান, এড: রোজিনা আক্তার রোজী, এড: এম ইলিয়াস খান, এড: নাজিয়া আহমেদ বন্না, এড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এড: রেহেনা চৌধুরী, এড: আলোকা নন্দা দাস, এড: কমলেশ কুমার সানা, এড: আরিফুর রহমান লিটন, এড: আক্তারুজ্জামান জীবন, এড: সমীরন গোলদার, এড: শিকদার হাবীব, এড: মোল্যা সেলিম রশীদ, এড: রামপদ পোদ্দার, এড: জাহাঙ্গীর আলম, এড: স্বপন মজুমদার, এড: মোল্যা আবেদ হোসেন, এড: আক্তারুন্নেছা তিতাস, এড: সাকেরিন সুলতানা, এড: আশরাফ আলী পাপ্পু, এড: সাদিক মাহমুদ সাদ, এড: সাফায়েত হোসেন, এড: অশোক কুমার গোলদার, এড: মুন্সী মোস্তাফিজুর রহমান, এড: রথীন্দ্রনাথ সরদার, এড: নুরুজ্জামান, এড: সজীব বৈরাগী, এড: শিউলি আক্তার লিপি, এড: মল্লিক আল হেলাল, এড: আবু নিক্সন, এড:মঞ্জুর মোরশেদ, এড:মোহাম্মদ আলী, এড: মাইকেল মন্ডল, এড: মনিশঙ্কর নাগ, এড: সিদ্ধান্ত শঙ্কর পাল, এড: দূর্গাপদ বাউলিয়া, এড: খোরশেদ আলম, এড: কে এম শফিকুল, এড: আব্দুল জলিল, এড: মতিয়ার রহমান, এড: কনিকা বিশ্বাস, এড: শিরিন সুলতানা, এড: রোকেয়া খানম,এড: ইয়াছমিন আরা, এড: শিরিন আক্তার পপি, এড: আরজিনা সুলতানা, এড: নওশীন রহমান বর্ষা, এড: হাছিনা, এড: আফরোজা রোজী, এড: রোমানা তানহা, এড: সুনীতি রায়, এড: পামোলী কাদের, এড: নাহিদ রাসেল, এড: মুনিরুজ্জামান মুনির, এড: আশরাফুর রহমান দিপু, এড: শেখ আবু বক্কর নাঈম, এড: গিরিজা সংকর পাল, এড: মুনিনুর রহমান, এড: অসিত কুমার বর্মন, এড: মইনুল ইসলাম, এড: পলাশী মজুমদার, এড: আব্দুল কুদ্দুস, এড: নজরুল ইসলাম, এড: মল্লিক আল হেলাল, এড: দেলোয়ার হোসেন, এড: জিহাদুল ইসলাম, এড: ইফতেখার সজীব, এড: সোহেল পারভেজ, এড: কনিষ্ঠ ধর, এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: মিলন, এড: মাহবুবুর রহমান, এড: শেখর চন্দ্র ঢালী, এড: প্রজেশ রায়, এড: মেহেদী হাসান, এড: উল্লাস কর বৈরাগী, এড: অসিত বরণ তরফদার, এড: বেলাল গাজী, এড: আব্দুস শফিক মোল্ল্যা জনি, এড: লিপি চৌধুরী, এড: শাম্মী আক্তার, এড: রিক্তা ললিত পালিত, এড: খাদিজা আক্তার টুলু, এড: তাপস কুমার রাহা, এড: আনোয়ারুল আজিম, এড: ইন্দ্রজিৎ শীল, সহ আরো আনেকে।