খুলনা সিএসডি’র সাবেক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) সাবেক সহকারী ম্যানেজার শেখ মঈন উল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১২ লাখ ২৯ হাজার ২৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৩৫ লাখ ৯৭ হাজার ৪৯৭ টাকার সম্পদ রাখার অভিযোগে গতকাল রোববার মামলা করা হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ আল আমিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, আসামি শেখ মঈন উল ইসলামের অর্জিত এবং দাখিলকৃত সম্পদ বিবরণী উল্লেখ করেন, নগরীর ২১, জাহিদুর রহমান সড়কে তার চারতলা বাড়িটির নির্মাণ ব্যয় ৭২ লাখ ৩৩ হাজার ১৯৪ টাকা, প্রকৃতপক্ষে ব্যয় ৮৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকা। ১২ লাখ ৮৬ টাকার তথ্য গোপন করেন তিনি। এছাড়া, ১২ লাখ ২৯ হাজার ২৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ লাখ ৯৭ হাজার ৪৯৭ টাকা সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়।