জাতীয় সংবাদ

করোনা শনাক্তের হার আড়াই শতাংশের ওপরে

প্রবাহ রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ৪৩৯টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। গত রোববার এই হার ২ দশমিক ৩৮ শতাংশ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button