স্থানীয় সংবাদ

পাটের ব্যবহার ও রপ্তানি বাড়াতে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন…শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ঃ কাঁচাপাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ’র) মতবিনিময় সভা রবিবার সন্ধ্যায় খুলনার দৌলতপুরস্থ নিজস্ব কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী , খুলনা ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা-৩ আসনে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান অতিথি বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির মধ্যেও পাটের কথা উল্লেখ করেছিলেন। বাংলার সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে এই সরকার নিরালয় চেষ্টা করে যাচ্ছেন। ১৯৫৪ সালে পাটকে সোনালী আঁশ ঘোষণা করা হয়েছিল। পরিবেশ রক্ষায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাটের ব্যবহার বৃদ্ধি করার জন্য ১৮ টি খাদ্যপণ্যে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের কৃষকদের বাঁচিয়ে রাখতে পাটকে গুরুত্ব দিয়ে পাটের ব্যবহার ও রপ্তানি বাড়াতে জননেত্রী শেখ হাসিনা নিরালস কাজ করে যাচ্ছেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান বিশিষ্ট পাট ব্যবসায়ী ফরহাদ আহম্মেদ আকন্দ(পম্পি)।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজে এ’র সাবেক ভাইস চেয়ারম্যান এফ এম সাইফুজ্জামান মুকুর। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিজে এ’র ভাইস চেয়ারম্যান শেখ কওছার আলী,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ ও কুতুব উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ আকন্দ, শেখ দাউদ হায়দার, শেখ সাইফুল ইসলাম পিয়াস,ইসি কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে নুরুল ইসলাম বাবুল,মাহমুদুর রহমান, মিতা বাগচী,আব্দুস সাত্তার, জিয়াউদ্দিন আহম্মদেদ, অহিদুজ্জামান গাজী,মিলন শরীফসহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, মনিরুজ্জামান খান খোকন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button