নগরীতে বয়োবৃদ্ধকে জীবননাশের হুমকির অভিযোগে থানায় জিডি

স্টাফ রির্পোটার ঃ নগরীর বয়রা মেইন রোডের বাসিন্দা তাজুল ইসলাম খান (৭০) জীবননাশের হুমকির অভিযোগে সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন (যার নং ২২৬৩)। গত ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বয়রা মেইন রোডের মদিনা মসজিদের পাশে এঘটনা ঘটে। বয়োবৃদ্ধ তাজুল ইসলাম খান বয়রা মেইন রোডের মৃত জহুরুল হক খানের ছেলে। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে নিউমার্কেটের উদ্দেশ্যে বের হলে বয়রা মেইন রোডের মদিনা মসজিদের পাশে জনৈক শেখ মঈন উদ্দিনের বাড়ীর সামনে পৌঁছালে মোটরসাইকেল যোগে এসে রাশেদ সরদার বিনাকারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালমন্দ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। একপর্যায়ে লোকজন চলে আসলে তাজুল ইসলাম খানকে মেরে লাশগুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায় রাশেদ সরদার। এঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। রাশেদ সরদার নগরীর ১নং বয়রা ক্রস রোডের সরদার সিরাজুল ইসলামের ছেলে।